Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী

রংপুর প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২২, ০৯:১৩ পিএম


রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বাতিলে হওয়া ৩৬ জনের মনোনয়নপত্রের মধ্যে আপিল শেষে ২২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে ৩৪ জন তাঁদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেছিলেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, মেয়র পদে মোট ১০ জনসহ বৈধ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে রয়েছেন সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬৭ জন।

কেএস 

Link copied!