Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২২, ১১:২৩ এএম


বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

সারাদেশব‌্যাপী স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ‌্যের বিরুদ্ধে সাবেক তথ‌্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির নির্দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার বাসষ্ট‌্যান্ড থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার শিমলা বাজার হয়ে সরিষাবাড়ী থানা মোড় প্রদক্ষিন করে সরিষাবাড়ী বাসষ্টান্ডে  এসে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা জিতু সভাপতিত্বে বক্তব‌্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী শাখার সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু জিএস, অর্থ বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের ভিপি রাজন আহম্মেদ, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান দূর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা শরিফ আহাম্মেদ নীরব প্রমুখ। 
এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

কেএস 

Link copied!