Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে বিএনপির ভাঙচুর ও আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২২, ১১:৩৪ এএম


চট্টগ্রামে বিএনপির ভাঙচুর ও আগুন

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর কাজীর দেউরি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন। এছাড়াও আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলটির কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সংঘাত ও নেতাকর্মীদের আটকের প্রতিবাদে চট্টগ্রামে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ভাঙচুর হয়েছে কয়েকটি গাড়িতে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীতে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি আলমাস সিনেমা মোড় হয়ে জমিয়তুল ফালাহ অতিক্রম করার সময় দুটি প্রাইভেট কারে ভাঙচুর চালানো হয়। একটিতে আগুন দেয়া হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। তবে তার আগেই বিএনপির নেতাকর্মীরা মিছিল শেষ করে চলে যায়।

তবে বিএনপি ভাঙচুরের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে। এ সময় একটি গাড়িতে আগুন দেয়ার কথা বলা হলেও কোতোয়ালি থানার ওসি বিষয়টি স্বীকার করেননি। তিনি দুটি গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন। ভাঙচুর হওয়া গাড়ি দুটি থানায় নেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেএস 

Link copied!