Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাংশায় পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২২, ০৩:০৯ পিএম


পাংশায় পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পতিত অনাবাদি জমিতে সবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেশে এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না- সে অনুয়ায়ী উপজেলা পরিষদের আশে পাশে পরে থাকা পতিত জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রায় দুই বিঘা জমিতে সবজি চাষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী। এসময় পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ শুরু করেন।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির সহ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে আমরা অনাবাদি জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার সমস্ত অনাবাদি জমি চাষের আওতায় আনা হবে। পাশাপাশি আশ্রয় প্রকল্পে বসবাসরত সবাইকে সবজি চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সেই সাথে জনসাধারণদের তাদের বাড়ির আঙিনা পতিত না রেখে সবজি চাষ করার জন্য আহ্বান জানান তিনি।

কেএস 

Link copied!