Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ১০:১৯ এএম


মাগুরায় সড়কে প্রাণ গেলো দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

মাগুরা সদর উপজেলায় হাজরাপুর ইউনিয়নের রাউতড়া এলাকায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাগুরা-ঝিনাইদহ সড়কের এ দুর্ঘটনায় আরও এক র‌্যাব সদস্য আহত হন। 

নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক হোসেন (৩৮) ও আনিসুর রহমান (৩৮) এবং পিকআপ ভ্যানের চালক। পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ খবরে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে ওই স্থানে চেকপোস্টে বসানো হয়, পরে পিকআপটিকে দাঁড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে যায়। 

এসময় র‌্যাব সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করে পিকআপ র‍্যাবের গাড়িতে আঘাত করে।  দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে র‍্যাবের দুই সদস্যসহ তাদের গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় অপর র‌্যাব সদস্য নাজমুল হোসেন আহত হন।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী জানান, হাসপাতালে নেওয়ার পর র‍্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র‍্যাবের অন্য সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

টিএইচ

Link copied!