Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোম্পানীগঞ্জে রোকেয়া দিবসে ৫ নারীকে সম্মাননা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০২:২৭ পিএম


কোম্পানীগঞ্জে রোকেয়া দিবসে ৫ নারীকে সম্মাননা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলেদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নার সভাপতিত্বে ও উপজেলা তথ্য আপা শাপলা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুজ্জামান।

আলোচনা সভা শেষে পাঁচজন সফল জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সফল জননী হিসেবে চরকাঁকড়া ইউনিয়নের যষদা রানী দাস, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সিরাজপুর ইউনিয়নের নাজমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী চরহাজারী ইউনিয়নের রাহেলা আক্তার, সমাজ উন্নয়নে অবদান রাখা নারী বসুরহাট পৌরসভার পারভীন আক্তার ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা সিরাজপুর ইউনিয়নের নিগার সুলতানাকে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!