Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৩:২০ পিএম


ঝালকাঠিতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে শীর্ষক করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি হেমায়েত হোসেন ও সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. কামরুন্নেছা আজাদ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কেএস 

Link copied!