Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সীমান্ত হত্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবি-বিএসএফের আলোচনা

আখাউড়া (নোয়াখালী) প্রতিনিধি

আখাউড়া (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৩০ পিএম


সীমান্ত হত্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিজিবি-বিএসএফের আলোচনা

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন পূর্ব চট্রগ্রাম রিজিয়নের রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ‌এ কথা বলেন।

তানভীর গণি আরও বলেন, আমরা প্রধানত আলোচনা করেছি সীমান্ত হত্যা শূন্যের পর্যায়ে নিয়ে আসার বিষয়ে, এছাড়াও মাদক,অবৈধ অনুপ্রবেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এছাড়াও পরিবেশ দূষণ নিয়ে জোরালো বক্তব্য রেখেছি। আমাদের যে অনুভূতি এবারের কনফারেন্স অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করছি ইতিবাচক ফলাফল পাবো ইনশা আল্লাহ।

এর আগে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভারেতর আগরতলায় বাংলাদেশের বিজিবির রিজিওন কমার্ন্ডার (সরাইল, চট্টগ্রাম, ও ময়মনসিংহ) ও ভারতের বিএসএফের ডিআইজি (মেঘালয়, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) এর পর্যায়ে মধ্যে তিন দিনের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেএস 

Link copied!