Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাচোলে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৪৫ পিএম


নাচোলে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনয়তনে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আওয়াল প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সংবর্ধনা, সনদ, ক্রেষ্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ১ জন সদস্য নির্বাচিত হয়।

কেএস 

Link copied!