Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৪:০৪ পিএম


সরিষাবাড়ীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। আমাদের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতিকে না বলতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!