Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

রোকেয়া দিবসে মাগুরায় ১০ জয়িতাকে সংবর্ধনা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৪:০৬ পিএম


রোকেয়া দিবসে মাগুরায় ১০ জয়িতাকে সংবর্ধনা

মাগুরায় বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ের ৫ জন ও সদর উপজেলা পর্যায়ের ৫ জনসহ মোট ১০ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্মীকৃতি সরূপ এ দশ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া ৫ জন শ্রেষ্ঠ জয়িতাা হচ্ছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে কাজী জেনিস ফারজানা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাবিনা সুলতানা,সফল জননী হিসেবে মোছা. সালেহা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হিসেবে জান্নাত আরা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হাসি রানী বিশ্বাস।

এছাড়া একই ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া সদর উপজেলার  ৫ জন জয়িতারা হচ্ছেন কাজী জেনিস ফারজানা, কল্পনা সরকার, ফিরোজা ইয়াসমিন, জান্নাতারা ও  হাসি রানী বিশ্বাস। অনুষ্ঠানে জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কালেক্টরেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেএস 

Link copied!