Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৪:০৮ পিএম


হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ এর সামনের সড়কে মানববন্ধনে অংশ গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, তহমিনা রাওশান সিদ্দিকা, বিশ্বজিৎ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক এসএম তারেক নেওয়াজ প্রমুখ।

পরে তাদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়

কেএস 

Link copied!