রংপুর প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২, ০৪:১৬ পিএম
রংপুর প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২, ০৪:১৬ পিএম
পূর্ব ঘোষণা ছাড়াই রংপুর থেকে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে কয়েকটা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনা করলে তার পরিমাণ ছিল অতি সামান্য।
সরেজমিনে দেখা যায়, সারি সারি বাস দাড়িয়ে আছে, তবে অন্যান্য দিনে বাসস্ট্যান্ড খালিই থাকে।
স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী জানান, বেলা ১১টার বাসের অগ্রিম টিকিট নেয়া ছিল। ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিলো। ডাক্তারের সিরিয়ালও নেয়া আছে। কিন্তু আশানুরূপ যাত্রী না থাকার অজুহাতে বেলা ১২টায়ও বাস ছেড়ে যায়নি।
এদিকে বাস কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, বাস চলাচলে মালিক-শ্রমিক কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা নেই। তবে যাত্রী না থাকায় বাস চলাচল সীমিত করা হয়েছে।
অন্যদিকে রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জানান, বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস চলাচলে কোন বিধি নিষেধ নেই। আতঙ্কে লোকজন এ সময়ে ঢাকায় যেতে চাচ্ছেন না। আর অল্প যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেলেও লোকসান গুণতে হবে।
কেএস