Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৬:০৬ পিএম


ভালুকায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাত মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড়/দুই কোটি টাকার মালামাল ভস্মিভূত।

জনা যায় (৯ ডিসেম্বর) শুক্রবার দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাত মার্কেটে প্রায় ৩০/৩৫ দোকান পুড়ে ভস্মিভূত হয়েগেছে। ফুটপাতের দোকান মালিক হায়দার আলী বলেন, তার দোকানে নগদ টাকা ছিল ৫২ হাজার এবং দোকানে চাদর, লুঙ্গী, গেঞ্জিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল যা সম্পর্ণ ভস্মিভূত। এসময় দাঁড়িয়ে থাকা একটি নতুন প্রাইভেট পুড়ে ছাই হয়ে যায়।

সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বলেন প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের টানা লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের জমি দখল করে অপরিকল্পিতভাবে দোকান বসানো জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।

ভালুকা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল-মামুন জানান, ২ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফুরন থেকেই আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

কেএস 

Link copied!