Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২২, ০৬:০৯ পিএম


কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব‍‍` প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান ভূঞার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আঃ ছাত্তার।  

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার নির্বাহী অফিসার কাবেরী জালাল,  উপজেলার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা যদি সকলেই এক যোগে দুর্নীতিকে না বলি তা হলে কেউ দুর্নীতি করতে সাহস পাবেনা। দুর্নীতির বিরুদ্ধে আজ সারা বিশ্ব ঐক্যবদ্ধ।

আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মহিউদ্দিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মৌলানা আজিজুল হক প্রমূখ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ, মানবাধিকার কর্মী বৃন্দ, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।

কেএস 

Link copied!