Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের কড়া নজরদারি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২২, ০২:১৬ পিএম


সোনারগাঁওয়ে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের কড়া নজরদারি

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে শুরু করে কাঁচপুর ব্রিজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালাচ্ছে পুলিশের একাধিক টিম।

উপজেলার কাঁচপুর, নয়াবাড়ী, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজা এলাকায় ভোর ৫টা থেকেই বাস, লেগুনা, প্রাইভেটকার, অটো-সিএনজিসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম, ওসি তদন্ত আহসান উল্লাহ, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাশেম মিয়া, সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান মিয়াসহ পুলিশের একাধিক টিম।

এসময় রাস্তায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের টিমও মাঠে কাজ করতে দেখা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ বিল্লাল হোসেন জানান, যানমালসহ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে কাজ করছে পুলিশ। এ ধারা অব্যাহত থাকবে।

এসএম

Link copied!