Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুই ট্রাকের সংর্ঘষে প্রাণ গেল ২ চালকের

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১০, ২০২২, ০২:৩৫ পিএম


দুই ট্রাকের সংর্ঘষে প্রাণ গেল ২ চালকের
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা দুজনই ট্রাকের চালক ছিলেন। সকালে চালকদের ঘুমের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবচর থানার পালিকান্দা গ্রামের আবদুল হালিমের  ছেলে আবু হাশেম (২১) ও ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)।

হাইওয়ে পুলিশ জানায়, মফিজুলের পাথরবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। আর আবু হাশেমের টাইলসবাহী ট্রাক ভৈরবের দিকে যাচ্ছিল। সকালে দুটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়ায় পৌঁছালে সংর্ঘষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশই একেবারে দুমড়ে মুচড়ে যায়। 
ঘটনাস্থলেই ট্রাকচালক মফিজুল ও হাশেম মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে চালকদের ঘুমের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআই

Link copied!