Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২২, ০২:৩৯ পিএম


নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার সকাল ৬ টার দিকে ধনবাড়ী থানার সামনের এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আব্দুল আজিজ (৮০)। সে পৌর শহরের খাসপাড়া গ্রামের মৃত আমরুল্লাহ ফকিরের ছেলে।

থানা-পুলিশ ও পথচারী সূত্রে জানা যায়, আব্দুল আজিজ খাসপাড়া মসজিদে ফজরের নামজ পড়ে বাড়ি যাচ্ছিলেন।

সে সময় জামালপুরগামী আলুভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে পাশরে খাদে পড়ে যায়। মাথা থেঁতলে ঘটনাস্থলইে আজিজের মৃত হয়। ট্রাক চালক ও সকারী পালিয়ে যায়।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (ওসি) তদন্ত  মো. ইদ্রিস আলী বলেন, ‘মরদের উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।’

এআই

 

Link copied!