Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পলাশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২২, ০২:৪৩ পিএম


পলাশে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ।

শনিবার সকালে পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পৌর এলাকায় ঘোড়া চত্বরে এক বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরিফুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এসময় সারাদেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৈরাজ্যের করছে বলে মন্তব্য করেন। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকতে প্রস্তুত আছে বলেও হুশিয়ারি দেন নেতা-কর্মীরা।

এসএম

Link copied!