Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুপচাঁচিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২২, ০৭:৩২ পিএম


দুপচাঁচিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে এ দিন সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীসহ আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলার এসএম কায়কোবাদ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মাষ্টার প্রমুখ।

এসএম

Link copied!