Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২২, ০৭:৪৭ পিএম


হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার দায়ে মোহাম্মদ লোকমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের আলীপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ লোকমান ওই এলাকার মৃত মোহাম্মদ জরিপ আলীর পুত্র।

এবিষয়ে ইউএনও বলেন, আইন লঙ্ঘন করে জলাধার ভরাট হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারী লোকমানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসএম

Link copied!