Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২২, ০৩:১৪ পিএম


পাটগ্রামে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

লালমনিরহাটের পাটগ্রামে তিন হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার কৃষকদেরকে মাঝে এসব ধান বীজ দেওয়া হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিনামূল্যে বীজ বিতরণ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রামের আয়োজনে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব মোতাহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, সহ-সভাপতি আব্দুল ওহাব,  যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গফফার।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ  বিতরণ করা হয়।

এসএম

Link copied!