Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা, নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ১২:০৪ পিএম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা, নিহত ৩

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮টি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি এবং ভূঞাপুরে দুইটি দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।  

নিহত ব্যক্তিটি বাসের হেলপার। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় অন্তত ১৫/১৬ জন আহত হয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুরের নলিন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৮টি দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

কেএস 

Link copied!