Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে টিকে থাকতে হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৫, ২০২২, ০১:২৩ পিএম


প্রযুক্তি শিক্ষার মাধ্যমে টিকে থাকতে হবে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে আমাদের চলতে হবে। সেই লক্ষ্যে আমাদের ভোকেশনাল, টেকনিক্যাল,ডিজিটাল এবং প্রযুক্তি শিক্ষার প্রয়োজন।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ডিজিটাল বাংলাদেশের প্রেরণা “ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের শিক্ষা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,ডিজিটাল বাংলাদেশে মূলত প্রযুক্তি, সিস্টেম এবং পলিসি মেকার একসাথে কাজ করবে।সরকার এসবের প্রতিটি ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবে প্রবেশ করতে না পারলেও চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ রোল মডেলের ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ই্এফ

Link copied!