Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল-লেহেঙ্গা জব্দ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ১৫, ২০২২, ০৪:২০ পিএম


বরিশালে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল-লেহেঙ্গা জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ৫ কোটি টাকার শাড়ি-শাল-লেহেঙ্গা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল টিম।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের সদর উপজেলার দপদপিয়া এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল ও লেহেঙ্গা জব্দ করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কমান্ডার আব্দুর রহমান। তিনি জানান, জব্দকৃত কাপড়ের মধ্যে ৬ হাজার ৯০১ পিস শাড়ী এবং ২৯৯ পিস কাস্মীরি শাল ও ৪৪ পিস লেহেঙ্গা কাপড় রয়েছে। এসব মালামালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা। এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি বলে জানান কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, কোস্ট গার্ডের টিমের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়েছে।

কেএস 

Link copied!