Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে নিজাম হাজারীর সঙ্গে রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা বিনিময়

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ০৪:৪৭ পিএম


ফেনীতে নিজাম হাজারীর সঙ্গে রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা বিনিময়

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৩ সালের  নতুন কার্যকরী কমিটির সদস্যরা সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মাষ্টার পাড়ায় এমপির বাসভবনের সামনে ইউনিটির নব নির্বাচিত সভাপতি শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ/ফেনীর আলো) ও সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়/দৈনিক নয়াশতাব্দী) এর নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন (দৈনিক ফেনীর সময়/নয়াদিগন্ত), বর্তমান সাধারণ সম্পাদক দিদারুল আলম (এটিএন নিউজ), নির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার), সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী (সম্পাদক-দৈনিক ফেনী/বাসস), সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী (সম্পাদক-দৈনিক নয়াপয়গাম), সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার (দৈনিক যুগান্তর), সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন (দৈনিক স্টার লাইন), সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ)। এছাড়াও নব গঠিত কমিটির সহ-সভাপতি এম এ জাফর (দৈনিক প্রভাত আলো ও দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারন সম্পাদক নুর উল্লাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন), কোষাধ্যক্ষ  তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি ও দৈনিক ফেনী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কিশাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিজনেস বাংলাদেশ), প্রচার সম্পাদক মো: শফি উল্যা রিপন (দৈনিক দেশ রূপাপ্তর ও ইউএনবি)। কার্যনির্বাহী সদস্য : ওমর ফারুক (দৈনিক ইনকিলাব ও ডেইলি আওয়ার টাইম), আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন), মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ/সাপ্তাহিক ফেনীর গৌরব), রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা) ও সাহাব উদ্দিন (দৈনিক ফেনী), সাইফুল ইসলাম (আলোকিত প্রতিদিন), বকুল আক্তার দরিয়া (দৈনিক ফেনীর সময়) উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করেন। এসময় তিনি পূর্বের ন্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটি ও ফেনীর পেশাদার সাংবাদিকদের যাবতীয় প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

কেএস 

Link copied!