Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আশুলিয়ায় আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:১৮ পিএম


আশুলিয়ায় আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১

সাভারের আশুলিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা থানার মিকো চাকমা (৩০), তেভাংছড়া গ্রামের কল্লোল চাকমা (৩৪), সদর উপজেলার জিরোমাইল গ্রামের মিক্রা মগ (২৫), পানছড়ি থানার কাংচাইরি গ্রামের সুইলা মারমা (৩০), খাগড়াছড়ি থানার নুনছড়ি কংচাই কারবারি পাড়া গ্রামের ম্যাসামাই মারমা (৪০) ও পাইজা মারমা (৩৫), মাটিরাঙ্গা থানার বড়জালাপাড়া গ্রামের কমল চাকমা (৩০), গুইমারা থানার সাইংগুলিপাড়া গ্রামের মংনুচিং মারমা (৩২), রাঙ্গামাটির লুঙ্গি থানার লম্ব গ্রামের রিপন চাকমা (৩৬), বাঘাইছড়ি থানার পশ্চিম ল্যালাঘোনা গ্রামের পুলক চাকমা (২৩), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের সুফেন দেব বর্মা (২১)। এছাড়া পলাতক রয়েছেন খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের আশুতোষ চাকমা (৩১), রাঙ্গামাটি জেলার গেনু চাকমা (৩৪), দিপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫)। তারা সবাই আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িরবাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িরবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মিকো চাকমা ও মিক্রা মগের হেফাজতে থাকা ৫২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। পরে তাদের চিৎকারে অন্যান্য আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে দুইজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কনস্টেবল শওকত, হাফিজ ও এসআই শাহাদাত আহত হন। এছাড়া পুলিশকে সহায়তা করতে গেলে দুইজন স্থানীয় বাসিন্দাও আহত হন।

তিনি আরও জানান, পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় বুধবার রাতেই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। এ ঘটনায় আজ দুপুরে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এসএম

Link copied!