Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোনায় ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:২৪ পিএম


নেত্রকোনায় ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

নেত্রকোনার হাওরাঞ্চলের হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় সংশোধিত কাবিটা নীতিমালা অনুযায়ী ডুবন্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে নেত্রকোনার মদনে উচিতপুর বালই হাওরে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আঞ্জনা খান মজলিশ।

এ উপলক্ষে বাঁধস্থলেই মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মদন মেয়র সাইফুল ইসলাম সাইফসহ আরো অনেকেই। উদ্বোধনী উপলক্ষে উপজেলার গঠিত পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, কৃষকের ফসল রক্ষায় এ বছর আগে থেকেই পিআইসি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় সঠিক সময়েই এবার শেষ হবে সকল বাঁধের মেরামত কাজ। ফলে ফসল হানির বিষয়ে শঙ্কামুক্ত থাকা যাবে। তাই সকল প্রকল্পের কাজ সার্বক্ষণিক নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের দৃষ্টি রাখতে অনুরোধ জানান তিনি। পাশাপাশি যেখানেই ত্রুটি বিচ্যুতি হবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নেত্রকোনা পাউবো সূত্রে জানা গেছে, পাউবোর তত্ত্বাবধানে এ বছর জেলায় ১৭৩ টি পিআইসি (প্রকল্প বাস্তাবায়ন) কমিটি গঠনের মাধ্যমে ২৭৫ কিলোমিটার অংশ মেরামত করা হবে। প্রথম পর্যায়ে বরাদ্দ নির্ধারণ হয়েছে ২০ কোটি টাকা। নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে কাজের জরিপ, প্রাক্কলন সম্পন্ন করা, ১৫ ডিসেম্বর কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা।

কেএস

Link copied!