Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন: বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২২, ০৭:৩৫ পিএম


প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন এ এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে তেল, চিনি, মসুর ডাল প্রদান করা হচ্ছে। এক কোটি পরিবারে যদি পাঁচ করে সদস্য থাকে তাহলে পাঁচ কোটি মানুষ টিসিবির পণ্যর সুবিধার আওতায় এসেছে। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবি হন আপনাদের সেবা করতে পারেন।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বৃহস্পতিবার সকাল ৯টার সময়  কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য (চিনি,মশুর ডাল,সয়াবিন তেল)ভূর্তকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিক্রয় কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনের সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ,বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল প্রমুখ।

এসএম

Link copied!