Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২২, ১১:৪৭ এএম


ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
ফাইল ছবি

বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোনা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারীর দল বগিটি উদ্ধার করে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

পরে উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে সকাল ১১টা ১০মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

এর আগে গত ১১ ডিসেম্বর বলাশপুর এলাকায় একই বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, বগিটি উদ্ধারের পর বেলা ১১টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 এআই

Link copied!