Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২২, ০৩:৪২ পিএম


টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ জোসনা আক্তার (২৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত জোসনা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মাহমুদ আলীর মেয়ে।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় র‌্যাব সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এসময় আটককৃত নারীকে তল্লাশী চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আভিযানিক দল উক্ত স্থানে পোঁছানোর আগেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে আটক মাদক ব্যবসায়ী জোসনা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক জোসনা আক্তার ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে টেকনাফ মডেল অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান- আটককৃত নারীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএম

Link copied!