Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:৩৬ পিএম


কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ আশফাক আহমেদ শিহাব (৩৪) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১১টায় হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি টাঙ্গাইল সদরের রেজিস্ট্রিপাড়া গ্রামের মোস্তফা শফির ছেলে আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি কয়েদি নম্বর-৪২০৭/এ। পল্লবী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাজা হয়ে কারাগারে ছিলেন আশফাক।

জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আশফাক শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ সিভিয়ার চেস্ট পেইনে অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ১১ টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএস 

Link copied!