Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২২, ১১:১৬ এএম


চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

চুয়াডাঙ্গায় গত তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার পর কিছুটা উন্নতি হয়েছে তাপমাত্রার। রোববার সকাল ৯টায় জেলায় ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট।

দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। ফলে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুণে। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।  

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ (রোববার) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়ে গেছে শিশু ও ডায়রিয়া রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি হয়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে।

এসএম

Link copied!