Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেন্দুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২২, ০২:৩৩ পিএম


কেন্দুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার গন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৫০জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

গন্ডা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির কল্যানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর উপহার কম্বল গন্ডা ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হলো। আমি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। শীতকালীন সময়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পাশে ছিলেন এবং থাকবেন।

কেএস 

Link copied!