Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেলকুচিতে চোর চক্রের ৪ সদস্য আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২২, ০৫:৪৩ পিএম


বেলকুচিতে চোর চক্রের ৪ সদস্য আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুকুরিয়াড়ো ইউনিয়নের পিরারচর ও তালুকদার মেটুয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের রহিম সরকারে ছেলে সবুজ সরকার (২৯), আব্দুর রহমান মোল্লার ছেলে হেলাল উদ্দিন মোল্লা (৩২), আব্দুর রহমানের ছেলে সুমন আলী (৩০), বাচ্চু প্রমানিকের ছেলে রবিউল প্রমানিক (২৮)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!