নান্দাইল (ময়মমনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২২, ০২:৫৯ পিএম
নান্দাইল (ময়মমনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২২, ০২:৫৯ পিএম
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের টানা দুইবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো.আনোয়ারুল আবেদীন খান তুহিন সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে ও বাস্তবায়নে ৭৯ লাখ টাকা ব্যয়ে উক্ত দুইটি রাস্তার পাকাকরণের কাজ শুরু হয়েছে।
জানা গেছে, ৩৮ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার হইতে পংকরহাটি কাজী বাবুল সাহেবের বাড়ি পর্যন্ত অর্ধকিলোমিটার রাস্তা এবং ৪০ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে চন্ডিপাশা ইউনিয়নের তাড়াইল-নান্দাইল পাকা সড়ক হতে শাহাব উদ্দিন চেয়ারম্যানের বাড়ি ভায়া রেলস্টেশন মসজিদ পর্যন্ত অর্ধকিলোমিটার রাস্তা পাকাকরণ হচ্ছে।
গাংগাইল ইউনিয়নের রাস্তাটি আওয়ামীলীগ নেতা মরহুম কাজী বাবুল সাহেবের নামে রাস্তার নামকরন করা হয়। উক্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে গাংগাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, নান্দাইল উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. শাহাবো রহমান সজীব, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও মাওলানা এহতেশামুল হক উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামীলীগ নেতা এটিএম মঞ্জুরুল হক, শহিদুল ইসলাম পিয়ারুল, শফিকুল ইসলাস রিপন, ইউপি সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আ: হাকিম, শ্রমিক লীগ নেতা বিজয় সহ তৃণমুল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এআই