Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গৌরীপুরে তিন বিদ্যালয়ের ভবন উদ্বোধন

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২২, ০৩:২৭ পিএম


গৌরীপুরে তিন বিদ্যালয়ের ভবন উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্র মতে, পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনকৃত উপজেলার এ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। উদ্বোধনকৃত এ তিনটি ভবনের ব্যয় হয়েছে ২ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএম

Link copied!