Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গৌরীপুরে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২২, ০৪:১৭ পিএম


গৌরীপুরে জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

ময়মনসিংহের গৌরীপুরে “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় গৌরীপুর প্রেস ক্লাবের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মারুফ উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর।

প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এডভোকেট জসীম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, নুরুল ইসলাম, ফারুক আহম্মদ, কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, আজম জহিরসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন সমাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত।

এসএম

Link copied!