Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

দাকোপে আইনগত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:৩২ পিএম


দাকোপে আইনগত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

দাকোপে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড ও রূপান্তরের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সুদেব রায় ইউপি সচিব মধাব চন্দ্র বালা, ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।

সভাটি পরিচালনা করেন রূপান্তরের পিপিজে প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়।

এসএম

Link copied!