Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালের শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:৪৫ পিএম


বরিশালের শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ

অসহায় সুবিধা বঞ্চিত এতিম সরকারী শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের দু’শতাধিক নিবাসীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন সদ্যযোগদান করা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারী শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক জাবির আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরীস প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেএস 

Link copied!