Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মিঠামইনে ২টি খাল পুনঃখনন কাজ উদ্বোধন

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

ডিসেম্বর ১৯, ২০২২, ০৯:২৮ পিএম


মিঠামইনে ২টি খাল পুনঃখনন কাজ উদ্বোধন

মিঠামইন উপজেলার চেরাপুর ও কুড়েরখাল নামে দুটি খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের ফুলপুর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সভাপতিত্বে খাল পুনঃখনন কাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার,পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মিঠামইন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের ইবনে মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহজাহান মিয়া, কেওয়ারজোর (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য, চেরাপুর খালের জন্য ৮ কোটি ৮৩ লাখ টাকা ও কুড়ের খালের জন্য ৬৭ লাখ টাকা ব্যায়ে পুন:খনন কাজ করছে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

কেএস 

Link copied!