Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ৩

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২২, ০৯:৩৫ পিএম


বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ বাজার সংলগ্ন রাঙ্গামাটি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোঃ রাজ্জাক হাওলাদারের পুত্র মোঃশামিম হাওলাদার(৩২), ইসলাম খানের পুত্র কাওছার খান (৩২), শহিদুল ইসলামের পুত্র সোহেল (২৬) কে অবৈধভাবে বালু কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে প্রত্যেককে ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মো: ইজাজুল হক। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

কেএস 
 

Link copied!