Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তথ্য সচিবের সঙ্গে ফেনী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

ডিসেম্বর ২০, ২০২২, ১২:৪৮ পিএম


তথ্য সচিবের সঙ্গে ফেনী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার সচিব এবং সাবেক ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনীর সার্কিট হাউজে সাক্ষাতকালে সাংবাদিক নেতৃবৃন্দ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, নব নির্বাচিত (২০২৩ সালের) কমিটির সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, সহ-সভাপতি এমএ জাফর, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, বর্তমান কোষাধ্যক্ষ ও দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, প্রচার সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, ক্রীড়া সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সফি উল্লাহ রিপন, সদস্য ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আবুল কাশেম চৌধুরী, সদস্য ও  স্বদেশ কন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, সদস্য ও দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সাংবাদিকতায় রয়েছে ফেনীর গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেনীতে দায়িত্বপালনকালে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাংবাদিকদের। তিনি আরো বলেন, আমি দেশের যেখানেই যাই ফেনীর সাংবাদিকদের সুনাম করি।

পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ও সম্মাননা স্মারক তথ্য সচিবের হাতে তুলে দেন ইউনিটি নেতৃবৃন্দ।

কেএস 

Link copied!