Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গণধোলাইয়ে গরু চোরের মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর প্রতিনিধি

ডিসেম্বর ২০, ২০২২, ০১:৩৬ পিএম


গণধোলাইয়ে গরু চোরের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে চোরকে হাসপাতালে পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নিহত হাফিজার রহমান (৪০) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির চকমামরোজপুর গ্রামের ছইম উদ্দিনের পুত্র।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত্রি আড়াই টার দিকে দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা  ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর রাত্রি আড়াইটার দিকে পিক আপ নিয়ে চুরি করতে আসে চোরের দল। প্রথম তারা ভাঙ্গামোড় এলাকার রফিকুলের ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগত টাকা মালামাল চুরি করে। পরে তারা গরুর চুরি করতে এলাকায় প্রবেশ করে। তারা ভাঙ্গামোড় গ্রামের মৃগফুর মিয়ার ছেলে নুরু মিয়ার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুর মালিক কৃষক নুরু মিয়া টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে আশে পাশের লোক ধাওয়া করে একজন কে আটক করে ও বাকীরা পালিয়ে যায়।

এ সময় উত্তেজিত জনতা আটককৃত চোরকে গণধোলাই দিয়ে ভোর ৫ টায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার তদন্ত ওসি এনায়েত হোসেন বলেন, নিহত হাফিজার(৪০) গাইবান্ধা সদরের খোলাহাটির চক মামরোজপুর গ্রামের ছইম উদ্দিনের ছেলে সে দীর্ঘ দিন ধরে চুরি পেশার সাথে জড়িত।

কেএস 

Link copied!