Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কমল পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি

হিলি প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ১২:৩২ পিএম


কমল পেঁয়াজের দাম

পেঁয়াজের দাম কমেছে। আমদানি বাড়ায় দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমে খুচরা পেঁয়াজের কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
এক সপ্তাহ আগে ২৭-২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা পাইকারিতে ১৭-১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

বুধবার (২১ ডিসেম্বর) সকালে হিলি বাজারে খুচরা পেঁয়াজের কেজি ২০ টাকা দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‌‘বন্দর থেকে কিনে রাজধানী সহ দেশের বিভিন্ন মোকামের আড়তদারদের চাহিদামতো পেঁয়াজ পাঠাই। এক সপ্তাহ আগে থেকে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় মোকামগুলোতে চাহিদা বেড়েছিল। এজন্য ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যায়। এতে পেঁয়াজ কিনতে আমাদের পুঁজি যেমন বেশি লাগছিল তেমনি লাভ কম হচ্ছিল। গেল মঙ্গলবার পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ২৭-২৮ টাকা কিনতে হয়েছিল বর্তমানে তা ১৭-১৮ টাকায় কিনছি। এজন্য খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে।’

পেঁয়াজের দাম কমার কারণ হিসেবে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে চাহিদা কমেছে। ফলে দাম কমেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‌‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আগে ৮-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের প্রথমদিন শনিবার ২১ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রোববার ২০ ট্রাকে ৬১২ টন আমদানি হয়েছে। সোমবার ১৯ ট্রাকে ৫৫৯ টন আমদানি হয়েছে।’

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সুজন হোসেন বলেন, ‘গত সপ্তাহে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি। আজ ২০ টাকায় কিনেছি। পেঁয়াজের দাম কমায় আমার মতো নিম্নআয়ের মানুষের সুবিধা হয়েছে।’

এআই

Link copied!