Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গাবালীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৩:১৩ পিএম


রাঙ্গাবালীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পটুয়াখালী রাঙ্গাবালী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজন উপজেলা পরিষদের মিলনায়তনে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, রাঙ্গাবালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলার নির্বাহী মেজিস্ট্রেট (ভূমি) মোঃ ছালেক মুহিদ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল আহম্মেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গাবালী উপজেল কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আজ ৩০০ জনকে বোর উফশী, ৪০০ জনকে হাইব্রিড বোর উফশী, ১০ কেজি ডিএপি সার ও১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
এ ছাড়া ও ২৫১০ জন চাষীকে ও প্রণোদনা দেয়া হয়।

কেএস 

Link copied!