Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৬:০২ পিএম


নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ মোঃ হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জামালপুরের প্রেস বিফ্রিং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবে একটি অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া বাজারের বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ মোঃ হাবি হোসেনকে  গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত অবৈধ মদের আনুমানিক বাজার মূল্য ৫১ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামি মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।

এসএম

Link copied!