Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

কলারোয়ায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৬:২৯ পিএম


কলারোয়ায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় কলারোয়া খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ উক্ত অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ মৌসুমে প্রতি কেজি ২৮ টাকা দরে ৫৯৫ মেট্রিক টন আমন ধান এবং প্রতি কেজি ৪২ টাকা দরে ৫৭৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, ওসি নাসির উদ্দীন মৃধা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, আ.লীগ নেতা রবিউল ইসলাম মল্লিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মিলার মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক প্রতিনিধি আতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষী ও মিল মালিকগন।

কেএস 

Link copied!