Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৪৪ পিএম


আড়াইহাজারে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক স্থান থেকে পৃথক পৃথক মামলায় সাজা প্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। থানার এস আই হাসিবুল ও এ এস আই নূর এ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পুলিশেল দেয়া তথ্য মতে, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর দায়ের করা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গ্রামের হোসেন আলীর ছেলে জাকারিয়া (২৮) ও একটি চেক ডিজঅনারের মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সামছুল হক ওরফে রাশেদ (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) ভোরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্ররণ করা হয়েছে।

কেএস 

Link copied!