Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

ডিসেম্বর ২১, ২০২২, ০৮:৩৮ পিএম


কিশোরগঞ্জে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন

কিশোরগঞ্জে ৫৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত  উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম ১৫.৫০ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সংযোগ সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

কেএস 

Link copied!